ঢাকাবৃহস্পতিবার , ১২ মার্চ ২০২০
  1. অন্যান্য ⇓
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. এক্সক্লুসিভ
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. প্রচ্ছদ
  11. প্রবাস
  12. প্রযুক্তি
  13. ফিচার
  14. বিনোদন
  15. মতামত

মনপুরায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প ও সচেতনতামূলক সভা

রজনী
মার্চ ১২, ২০২০ ৮:৫৫ অপরাহ্ণ
Link Copied!

সীমান্ত হেলাল, মনপুরা (ভোলা) থেকে ॥
‘রক্তের অভাবে আর মৃত্যু নয়’ এই স্লোগানকে সামনে রেখে ভোলার মনপুরায় অনুষ্ঠিত হয়ে গেলো ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প ও সচেতনতামূলক সভা। উক্ত কর্মসূচীর আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন “নিঝুম ব্লাড ফাউন্ডেশন।

 

বৃহস্পতিবার বেলা ১১ টায় মনপুরা আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প উপলক্ষে অনুষ্ঠিত সচেনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ মনির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বলাকা ব্লাড ফাউন্ডেশন এর কেন্দ্রিয় সভাপতি আনোয়ার হোসেন কবির।

সচেতনতামূলক সভা শেষে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পের মাধ্যমে মনপুরা আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজের দেড়শতাধিক ছাত্র/ছাত্রীর ব্লাড সংগ্রহ করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নিঝুম ব্লাড ফাউন্ডেশনের সভাপতি মোঃ হাসিব শান্ত, সদস্য মোঃ রেদোয়ান, আবিদ হোসেন রাজু, আরিফ হোসেন, মনির হোসেন, হাসনাইন, সাদিয়া আক্তার মিম ও মোঃ জিয়া।