ঢাকাবৃহস্পতিবার , ১৯ মার্চ ২০২০
  1. অন্যান্য ⇓
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. এক্সক্লুসিভ
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. প্রচ্ছদ
  11. প্রবাস
  12. প্রযুক্তি
  13. ফিচার
  14. বিনোদন
  15. মতামত

মনপুরায় করোনা সতর্কতায় বাজারে বাজারে ইউএনও’র প্রচারনা

রজনী
মার্চ ১৯, ২০২০ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

মনপুরা (ভোলা) প্রতিনিধি

ভোলার মনপুরায় প্রাণঘাতী করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করতে হাট-বাজারে হ্যান্ডমাইক হাতে নিয়ে প্রচার-প্রচারণা চালিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস। এসময় তিনি গুজবে কান না দিয়ে সচেতন থাকা ও সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেন।

 

বুধবার ও বৃহষ্পতিবার সকাল থেকে রাত ৮ টা পর্যন্ত উপজেলার হাজিরহাট বাজার, কোড়ালিয়া বাজার, বাংলা বাজার, মাস্টার হাট, জনতা বাজার ও ফকিরহাট বাজারে এই প্রচার প্রচারণা করেন।

 

প্রচার প্রচারণায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহমুদুর রশিদ ও থানা অফিসার ইনচার্জ (ওসি) শাখাওয়াত হোসেন।

 

উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস জানান, করোনা সম্পর্কে জনগনকে সচেতন করতে প্রতিনিয়ত প্রচার প্রচারণার কাজ অব্যাহত থাকবে। এছাড়াও মনপুরা হাসপাতালে তিনটি আইসোলেশন ওয়ার্ড ও হাজিরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোয়ারেন্টাইনের ব্যাবস্থা করা হয়েছে।