ঢাকাশুক্রবার , ২৪ এপ্রিল ২০২০
  1. অন্যান্য ⇓
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. এক্সক্লুসিভ
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. প্রচ্ছদ
  11. প্রবাস
  12. প্রযুক্তি
  13. ফিচার
  14. বিনোদন
  15. মতামত

ভোলার মনপুরা ও বোরহানুদ্দিনে শিশুসহ ২ জনের করোনা পজিটিভ

রজনী
এপ্রিল ২৪, ২০২০ ১১:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ মিজানুর রহমান জুয়েল, মনপুরা (ভোলা) প্রতিনিধি ।।

অবশেষে ভোলার মনপুরায় ১ জনের করোনা টেস্টের ফলাফল পজিটিভ এসেছে। এছাড়াও বোরহানউদ্দিন উপজেলায় ১ জন শিশুর করোনা টেস্টের ফলাফল পজেটিভ এসেছে। এই প্রথম জেলায় মোট দুজন করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে।

 

তথ্য সূত্রে জানা যায়, এই পরযন্ত মনপুরা থেকে মোট ৭ জনের করোনার নমুনা সংগ্রহ করে টেস্টের জন্য বরিশালে পাঠানো হয়েছে। তবে তার মধ্যে ১ জন রোগীর করোনা টেস্টের ফলাফল পজিটিভ এসেছে। মনপুরার করোনা আক্রান্ত ১ জন উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা। যার বয়স ২২ বছর।

 

এছাড়া জেলার বোরহানউদ্দিন উপজেলায় করোনা আক্রান্ত রোগী উপজেলার কাচিয়া ইউনিয়নে বলে জানা যায়। যে ৮ বছর বয়সের শিশু।

 

জেলায় দুজনের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি ভোলা সিভিল সার্জন রতন কুমার ঢালী নিশ্চিৎ করেছেন। এবং আক্রান্ত দুজনকে রিপোর্ট পজিটিভ আসায় নিবিড় পর্যবেক্ষনে রাখা হয়েছে বলে জানান তিনি।

 

এব্যাপারে মনপুরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, মনপুরা থেকে আমরা মোট ৭ জনের নমুনা সংগ্রহ করে বরিশাল শনাক্তের জন্য পাঠিয়েছি। তন্মধ্যে ১ টি রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। এই করোনা আক্রান্ত ব্যক্তি মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা।