ঢাকামঙ্গলবার , ১০ মার্চ ২০২০
  1. অন্যান্য ⇓
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. এক্সক্লুসিভ
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. প্রচ্ছদ
  11. প্রবাস
  12. প্রযুক্তি
  13. ফিচার
  14. বিনোদন
  15. মতামত

ইতালিতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৯১৭২, মৃত্যু ৪৬৩

রজনী
মার্চ ১০, ২০২০ ১২:৪২ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক ।।
ইউরোপের দেশ ইতালিতে করোনাভাইরাসের ভয়াল থাবায় ক্রমেই বেড়ে চলছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

 

গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৭৯৭ জন আর মৃত্যু হয়েছে ৯৭ জনের। এ নিয়ে দেশটি মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯১৭২ ও মৃতের সংখ্যা ৪৬৩।

 

দেশটির বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টরা ধারণা করছেন আক্রান্ত ও মৃতের সংখ্যা আশংকাজনক হারে বাড়বে।

 

সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় দেশটির  নাগরিক সুরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে। ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করছে করোনাভাইরাসে আক্রান্ত হবার পর চিকিৎসায় সুস্থ হয়েছেন ৭২৪ জন।

 

ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ার কারণে রোববার (৮ মার্চ) সন্ধ্যা থেকে লোম্বারদিয়া অঞ্চলের বিভিন্ন শহরের  প্রায় ১ কোটি ৬০ লাখ নাগরিককে বাধ্যতামূলক কোয়ারেনটাইনে রাখা হয়েছে। মার্চের মাঝামাঝি পর্যন্ত বন্ধ থাকবে সবগুলো স্কুল ও বিশ্ববিদ্যালয়।

 

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার  ইতালির সেনাপ্রধান সালভাতোর ফারিনা পদত্যাগ করেছেন। ইতিমধ্যে দেশটির সাথে অন্যান্য দেশের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

 

করোনাভাইরাসে আতঙ্কিত না হয়ে প্রবাসী বাংলাদেশীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ইতালির রাজনৈতিক ও কমিউনিটির নেতারা।

সূত্র: রাইজিংবিডিডটকম