ঢাকাবুধবার , ২৪ জানুয়ারি ২০২৪
  1. অন্যান্য ⇓
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. এক্সক্লুসিভ
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. প্রচ্ছদ
  11. প্রবাস
  12. প্রযুক্তি
  13. ফিচার
  14. বিনোদন
  15. মতামত

নিউ হ্যাম্পশায়ার প্রাইমারিতে ডোনাল্ড ট্রাম্পের জয়

বাংলানিউজ/এ
জানুয়ারি ২৪, ২০২৪ ১২:১১ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রে নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন। এ নির্বাচনে প্রার্থী হতে লড়ছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রিপাবলিকান পার্টির মনোনয়ন দৌড়ে এর আগে আইওয়া অঙ্গরাজ্যে রেকর্ড ৫১ শতাংশ ভোট পেয়ে এগিয়ে গিয়েছিলেন তিনি

এবার নিউ হ্যাম্পশায়ারে অনুষ্ঠিত প্রাইমারিতে জিতলেন ট্রাম্প। এতে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন নিকি হ্যালি। তিনি ভোটে দ্বিতীয় হয়েছেন। খবর এপির।

বিবিসি বলছে, নিউ হ্যাম্পশায়ারে এ জয় সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এটি তাকে আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে রাখবে।

নিকি হ্যালি অবশ্য প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। তিনি বলেছেন, এ প্রতিযোগিতা শেষ হওয়া থেকে অনেক দূরে। আমি একজন যোদ্ধা।

ট্রাম্প তার বিজয় ভাষণে তার সম্ভাব্য ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের সমালোচনা করেছেন। ৭৭ বছর বয়সী সাবেক এ প্রেসিডেন্ট বলেন, ৮১ বছর বয়সী বাইডেন দুটি বাক্য একসঙ্গে বলতে রাখতে পারেন না কিংবা তিনি মঞ্চে দিক খুঁজে পান না।

নাশুয়ায় রাজ্যের নির্বাচনী প্রচারণার সদরদপ্তরে দেওয়া বিজয় ভাষণে ট্রাম্প তার নিজ দলের প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালির সমালোচনা করেন। হ্যালি হারার পরও জেতার দাবি করছেন বলে অভিযোগ তোলেন সাবেক এ প্রেসিডেন্ট।