ঢাকাবৃহস্পতিবার , ১৯ মার্চ ২০২০
  1. অন্যান্য ⇓
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. এক্সক্লুসিভ
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. প্রচ্ছদ
  11. প্রবাস
  12. প্রযুক্তি
  13. ফিচার
  14. বিনোদন
  15. মতামত

নির্ধারিত তারিখেই উপনির্বাচন: ইসি

রজনী
মার্চ ১৯, ২০২০ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক ।।

ঢাকা-১০, বাগেরহাট-৪ ও গাইবান্ধা-৩ আসনের উপনির্বাচন নির্ধারিত তারিখেই অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

 

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে ইসির সিনিয়র সচিব মো. আলমগীর এ কথা জানান।

 

তিনি বলেন, ‘ওই তিন আসনে নির্ধারিত তারিখেই ভোট অনুষ্ঠিত হবে। ভোটের দিন প্রতিটি ভোটকেন্দ্রে হ্যান্ড স্যানিটাইজার রাখা থাকবে। ভোটাররা তা ব্যবহার করবেন।

 

আগামী ২১ মার্চ ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনের উপ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) বগুড়া-১ ও যশোর-৬ আসনে উপ-নির্বাচন হওয়ার কথা রয়েছে।

 

তফসিল অনুযায়ী চসিক নির্বাচনে ব্যবহার হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন। মক ভোটিং, প্রশিক্ষণ ও ভোটগ্রহণে সেখানে প্রয়োজন হবে ১১ হাজার ৫৭৩টি ইভিএমের। এরই মধ্যে প্রায় পাঁচ হাজার ইভিএম পাঠানো হয়েছে বলে জানা গেছে।