ঢাকাবুধবার , ২৪ জানুয়ারি ২০২৪
  1. অন্যান্য ⇓
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. এক্সক্লুসিভ
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. প্রচ্ছদ
  11. প্রবাস
  12. প্রযুক্তি
  13. ফিচার
  14. বিনোদন
  15. মতামত

গুলিস্তানে বাস চাপায় কাপড় ব্যবসায়ী নিহত

বাংলানিউজ/এ
জানুয়ারি ২৪, ২০২৪ ১১:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা: রাজধানীর গুলিস্তানে বাস চাপায় ইউনুস শিকদার (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছে। নিহত পেশায় কাপড় ব্যবসায়ী ছিলেন।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেল চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬ টায় তার মৃত্যু হয়। তার বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার কিসমদ্দি বাজিতপুর গ্রামে। বাবার নাম কমল শিকদার।

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. সাগর জানান, বিকেলে গুলিস্তান ফুলবাড়িয়া বিআরটিসি বাস স্ট্যান্ডের পাশে রাস্তা পার হওয়ার সময় ভিক্টর পরিবহনের একটি বাস ওই ব্যক্তিকে চাপা দেয়। দেখতে পেয়ে বাসের নিচ থেকে তাকে বের করে সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসেন নিহত ইউনুসের ছোট ভাই কিতাবুল শিকদার। তিনি জানান, গ্রামে ইউনুসের জামাকাপড়ের দোকান রয়েছে। নিয়মিত তিনি গ্রাম থেকে ঢাকায় আসতেন গুলিস্তান এলাকায় মালামাল কেনার জন্য। তার ফোন থেকে যোগাযোগ করে এই দুর্ঘটনার খবর জানানো হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, ঘটনাটি স্থানিও থানায় জানানো হয়েছে। তারা যাবতীয় ব্যবস্থা নিচ্ছে। মরদেহটি মর্গে রাখা হয়েছে।