মোঃ মিজানুর রহমান জুয়েল, মনপুরা (ভোলা) প্রতিনিধি ॥
ভোলার মনপুরায় জেলেদের চাল বিতরণ উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস। ১৬ শত কার্ডধারী জেলেদের মাঝে এই চাল বিতরন করা হবে।
রবিবার সকাল ১০ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়ন পরিষদের নিচ তলায় এই চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ইউএনও।
উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস জানান, উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে পর্যায়ক্রমে কর্মহীন জেলেদের মধ্যে চাল বিতরণ করা হবে। প্রত্যেক জেলেকে ৪০ কেজি করে চাল দেওয়া হচ্ছে।
এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হাজিরহাট ইউনিয়নের চেয়ারম্যান ও আ’লীগের সহ-সভাপতি শাহরিয়ার চৌধুরী দীপক, অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন ও গণমাধ্যম কর্মীরা।