ঢাকাবুধবার , ৮ এপ্রিল ২০২০
  1. অন্যান্য ⇓
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. এক্সক্লুসিভ
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. প্রচ্ছদ
  11. প্রবাস
  12. প্রযুক্তি
  13. ফিচার
  14. বিনোদন
  15. মতামত

মনপুরায় ২ বাড়ি লকডাউন, ২১৫ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে

রজনী
এপ্রিল ৮, ২০২০ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

মনপুরা (ভোলা) প্রতিনিধি ॥
ভোলার মনপুরায় করোনা সংক্রমণ রোধে এই প্রথম- দু’টি বাড়ি লোকডাউন করলো উপজেলা প্রশাসন। বাড়ি দু’টিতে স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহমুদুর রশীদের নের্তৃত্বে একটি
মেডিকেলে টিম ও পুলিশের একটি টিম গিয়ে পরিবারের সদস্যেদের
স্বাস্থ্য পরীক্ষা করেন। স্বাস্থ্য পরীক্ষা শেষে প্রশাসন বাড়ি দু’টিকে লকডাউন করে দেয়।

বুধবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের চৌধুরী বাজার সংলগ্ন এই বাড়ি দুটি লকডাউন করা হয়।

বাড়ি দু’টি লকডাউনের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার বিপুল
চন্দ্র দাস জানান, ঢাকার মিরপুরে লকডাউন থেকে পালিয়ে আসা এক পরিবার ও অপর
পরিবার ঢাকার যাত্রাবাড়ী থেকে পালিয়ে মনপুরায় নিজ বাড়িতে আসে। তাই বাড়ি
দু’টি লকডাউন করা হয়েছে।

তবে দুই পরিবারের সকল সদস্যরা সুস্থ্য রয়েছেন বলে জানান মেডিকেল টিমের
প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহমুদুর রশীদ।

এদিকে বুধবার দুপুর ১ টায় মাদারীপুরের শিবচর ও মাওয়া থেকে তিনটি ট্রলার
বোঝাই করে ১৭৮ জন মনপুরা দক্ষিণ সাকুচিয়ার জনতা বাজার আসে। পরে দক্ষিন সাকুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অলি উল্লা কাজল, পুলিশের এস.আই নয়ন ও এসআই মিজানের নের্তৃত্বে পুলিশের একটি টিম মনপুরা আসা সবাইকে নিয়ে সাকুচিয়া মাধ্যমিক
বিদ্যালয়ে ও সাকুচিয়া নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভবনে
প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নিয়ে যায়। এছাড়াও গত মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা
ফেরত দু’টি তাবলীগ জামায়েতের ৩৭ সদস্যকে মনপুরা সরকারি ডিগ্রী কলেজের
ভবনে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন রাখা হয়েছে।

এনিয়ে ২১৫ জনকে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানান উপজেলা
নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস।