ঢাকামঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২০
  1. অন্যান্য ⇓
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. এক্সক্লুসিভ
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. প্রচ্ছদ
  11. প্রবাস
  12. প্রযুক্তি
  13. ফিচার
  14. বিনোদন
  15. মতামত

মনপুরায় টানা বৃষ্টিতে রবি শস্যের ব্যাপক ক্ষয়ক্ষতি, হাজারো কৃষকের মাথায় হাত

রজনী
এপ্রিল ২৮, ২০২০ ১০:২৬ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মিজানুর রহমান জুয়েল, মনপুরা (ভোলা) প্রতিনিধি ॥
ভোলার মনপুরা উপজেলায় গত তিন দিনের টানা বৃষ্টিতে রবি শস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়াও বৃষ্টির পানিতে ডুবে রয়েছে ৫শ হেক্টর জমির রবি শস্য। ওই সমস্ত জমি থেকে বৃষ্টির পানি সরাতে না পারলে ক্ষতির পরিমান আরও বাড়বে বলে জানান একাধিক চাষী।

 

এদিকে পুরো উপজেলায় লকডাউন থাকায় শ্রমিক সংকটে ক্ষেত থেকে ফসল তুলতে না পারায় ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানান আবাদকৃত কৃষকরা। তবে ২০ হেক্টর জমির রবিশস্যের ক্ষতি হয়েছে বলে কৃষি অফিস জানালেও ক্ষতির পরিমান আরোও বেশি বলে জানান চাষকৃত কৃষকরা।

 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার উপজেলার ৯ হাজার হেক্টর জমিতে রবি শস্যের চাষাবাদ হয়। এতে মুগডাল, খেসারীডাল ৭ হাজার হেক্টর ও মরিচ সহ অন্যান্য ফসল ২০ হেক্টর জমিতে চাষাবাদ করা হয়েছে। এর মধ্যে ২০ হেক্টর জমির ফসলের সম্পূর্ন ক্ষতি হয়েছে। এছাড়াও ৪৫০ হেক্টর রবি শস্যের ক্ষেত বৃষ্টির পানিতে ডুবে রয়েছে বলে কৃষি অফিস সূত্রে জানা যায়।

 

উপজেলার হাজিরহাট ইউনিয়নের আবাদকৃত রবি শস্যের কৃষক সহিজল হক, শহিদ, মোসলেহ উদ্দিন, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের আনচারুল হক মিজি, জয়নাল আবেদিন, মন্নান, কুট্টি সরদার, উত্তর সাকুচিয়া ইউনিয়নের সাইফুল, জসিম ও মনপুরা ইউনিয়নের কৃষক লোকমান, এসহাক মহাজন, মজিবুল হক ও আবদুল মালেক জানান, এক একর জমিতে রবি শস্যের ফসল ফলাতে ৪-৫ হাজার টাকা লাগে। ৩ দিনের টানা বৃষ্টিতে তাদের ডাল ক্ষেতের ফসল নষ্ট হয়ে গেছে। এছাড়াও ফসল তুলতে শ্রমিক না পাওয়ায় বৃষ্টিতে বেশি ক্ষতি হয়েছে। সরকার ও কৃষি অফিস সহযোগিতা না করলে মাঠে মারা যাবে বলে জানান কৃষকরা।

সরেজমিনে উপজেলার চারটি ইউনিয়নের রবি শস্যের ক্ষেতে গিয়ে দেখা যায়, কোথাও কোথাও প্রচন্ড বৃষ্টির কোপে ক্ষেতের রবি শস্যের ফসল মাঠে পড়ে রয়েছে। তবে ৫ শতাধিকের উপরে রবি শস্যের মাঠে বৃষ্টির পানি জমে রয়েছে।

এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী জানান, টানা বৃষ্টিতে রবি শস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। ৪৫০ হেক্টর জমিতে বৃষ্টির পানি জমে রয়েছে। ক্ষতির পরিমান নির্ধারণের কাজ চলছে। তবে এখন (মঙ্গলবার) পর্যন্ত ২০ হেক্টর জমির রবি শস্যের ক্ষতি হয়েছে। সরকারি সহযোগিতা আসলে প্রকৃত ক্ষতিগ্রস্থ কৃষকদের মধ্যে দেওয়া হবে।