ঢাকারবিবার , ১২ নভেম্বর ২০২৩
  1. অন্যান্য ⇓
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. এক্সক্লুসিভ
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. প্রচ্ছদ
  11. প্রবাস
  12. প্রযুক্তি
  13. ফিচার
  14. বিনোদন
  15. মতামত

মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

বাংলানিউজ/এ
নভেম্বর ১২, ২০২৩ ১২:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার: ঢাকার লালমাটিয়ার স্থায়ী বাসিন্দা রাজ বিন কাসেম এর বিরুদ্ধে মিথ্যা এবং হয়রানিমূলক মামলার অভিযোগ উঠেছে। মামলাটি করেছেন উত্তর মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো: মুরাদুজ্জামান। উল্লেখ্য যে, এই মুরাদুজ্জামান কেন্দ্রীয় যুবলীগ এর বিতর্কিত নেতা মহিউদ্দিন রানার খালাতো ভাই। ভ‚ক্তভোগী কাসেম জানান, তার মেয়েকে নির্যাতন ও লাঞ্ছনার দায়ে তিনি মহিউদ্দিন রানার বিরুদ্ধে মামলা করেন, এতেই ক্ষিপ্ত হয়ে তারা এ মিথ্যা এবং হয়রানিমূলক মামলা করেছেন।
এ ব্যাপারে সিমরান বিনতে রাজ কানাডা থেকে আমাদেরকে জানান, যুবলীগের এই নেতাদের জন্য তিনি দেশে তার অসুস্থ মা’কে দেখতে যেতে পারছেন না। আইনের সহযোগিতা না পেয়ে তিনি এবং তার পরিবার আতংঙ্কে দিন কাটাচ্ছেন। তিনি আরও বলেন, রানার বিরুদ্ধে মামলা তুলে নিতে তারা এই মিথ্যা মামলা দায়ের করেছে এবং যেখানে তিনি দেশে না থেকেও আসামী হয়েছেন।

এ বিষয়ে পুলিশের সাথে যোগাযোগ করা হলে মামলার বিষয়ে নিশ্চিত হওয়া যায়। এ ব্যাপারে মুরাদুজ্জামান এর কাছে জানতে চাইলে তিনি মন্তব্য করতে রাজী হননি।