চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন ব্যবসায়ী মো: কামাল ইসলামকে মিথ্যা এবং হয়রানিমূলক মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে স্থানীয় চাদগাঁও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মো: ফিরোজ ভূইয়ার বিরুদ্ধে। এ ব্যাপারে ভুক্তভোগী কামাল কানাডা থেকে জানান, স্থানীয় কাউন্সিলর নূর মোস্তফা টিনু তার চাচাতো ভাই ফিরোজকে দিয়ে ২৫শে অক্টোবর ২০২২ইং তারিখে এ মিথ্যা মামলা দায়ের কারেন। এ মামলায় তিনি দেশে না থেকেও তাকে আসামী করা হয়েছে এবং তিনি কোন ধরণের লেনদেন করেননি বলে জানান। তিনি ফিরোজ ভূইয়াকে চিনেন না বলেও জানান।
এ মামলা নিয়ে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক সমালোচনার তৈরী হয়। গুলজার টাওয়ারের ব্যবসায়ী জনাব সামাদ আলী বলেন, জনাব কামাল আমার পাশের দোকানের ব্যবসায়ী এবং আমার জানামতে তিনি এ ধরণের কোন লোন এর সাথে জড়িত হবার খবর জানা নেই। তবে, তার সাথে কাউন্সিলর নূর মোস্তফা টিনু এবং যুবলীগ নেতা মশিউর রহমান দিদার এর সাথে বিরোধ এর বিষয়ে কামাল আমাকে জানিয়েছে বলে জানান এই ব্যবসায়ী।
এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলার সত্যতা নিশ্চিত করেন। ফিরোজ ভূইয়ার সাথে কথা বলার চেষ্টা করলেও তিনি এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজী হননি।