ঢাকাবৃহস্পতিবার , ১৯ মার্চ ২০২০
  1. অন্যান্য ⇓
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. এক্সক্লুসিভ
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. প্রচ্ছদ
  11. প্রবাস
  12. প্রযুক্তি
  13. ফিচার
  14. বিনোদন
  15. মতামত

সাংবাদিক-পুলিশ-চিকিৎসকদের নিরাপত্তা সরঞ্জাম সরবরাহে নোটিশ

রজনী
মার্চ ১৯, ২০২০ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক ।।

করোনাভাইরাস মোকাবিলায় দায়িত্ব পালনকারী সাংবাদিক, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্টদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

 

বৃহস্পতিবার (১৯ মার্চ) জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জে. আর. খান রবিন এ নোটিশ পাঠান।

 

স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব, জনপ্রশাসন সচিব, তথ্য সচিব, বাংলাদেশ প্রেস কাউন্সিল, মহাব্যবস্থাপক বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট, আইইডিসিআর পরিচালকসহ সংশ্লিষ্ট ১১ জনকে এ নোটিশ পাঠানো হয়েছে।

 

নোটিশে উল্লেখ করা হয়, করোনাভাইরাস ছোঁয়াচে, তাই ব্যক্তি থেকে ব্যক্তি এবং এক জনগোষ্ঠী থেকে অন্য জনগোষ্ঠীতে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।  বাংলাদেশেও মৃত্যুর খবর পাওয়া গেছে।

 

সাংবাদিক, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, চিকিৎসকরা কর্তব্য পালন করতে গিয়ে অসংখ্য মানুষের মুখোমুখি হতে হয়। কিন্তু তাদের ও সাধারণ জনগণের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা আবশ্যক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় এ নোটিশ পাঠানো হয়েছে।

 

আইনজীবী মো. জে. আর. খান (রবিন) এ বিষয়ে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হলে হাইকোর্টে প্রতিকার চেয়ে রিট দায়ের করা হবে।